বিশেষ প্রতিনিধিঃ স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে সারাদেশের ন্যায় নেত্রকোণাতেও জাকজমক আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়ার মুক্ত মঞ্চে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়।
প্যান্ডেলের আশপাশে ও জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় গুলোতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতুর ব্যানার টানানো হয়। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি প্যান্ডেল ও তার আশপাশে বড় বড় মনিটর বসিয়ে উপস্থিত সকল স্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও শিক্ষক/শিক্ষার্থীদের সামনে প্রদর্শণ করা হয়। প্রধানমন্ত্রী কর্তৃক সেতুর উদ্বোধনের পর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বেলুন উড়িয়ে আনন্দ অনুষ্ঠানের সূচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা, রেডত্রিুসেন্ট সেত্রেুটারী গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে ‘পদ্মা সেতু উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপূরণ’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply