মোহনগঞ্জ সংবাদদাতাঃ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বিআরডিবি চেয়ারম্যান ৫ম বারের মত মোঃ জহিরুল আলম শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় গত ২৮ জুন এক বিশেষ সাধারণ সভায় নির্বাচিত হন।
গত ২৮ জুন মোহনগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষে বিশেষ সাধারণ সভা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। এতে বর্তমান চেয়ারম্যান মোঃ জহিরুল আলম শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চম বারের বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার বিআরডিবির উপ-পরিচালক ভবেশ রঞ্জন চৌধুরী । নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন কমিটির সভাপতি আতাউর রহমান । তাকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আলতাফ হোসেন। সার্বিক অনুষ্ঠানটি সঞ্চালন করেন মোহনগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মামুন-অর রশিদ।
Leave a Reply