সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানের গ্রেফতার ও অপসারণের দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২২৮ পঠিত

কলমাকান্দা প্রতিনিধি ঃ চাল চুরির ঘটনায় নেত্রকোনার কলমাকান্দার খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ওবায়দুল হককে গ্রেফতার ও দায়িত্ব থেকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বাউসাম বাজারের সামনের সড়কে দুই শতাধিক লোকজনের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, খারনৈ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, নাজিম উদ্দিন লিমন, ¯’স্থানীয় বাসিন্দা মুস্তাক আহমেদ গোলাপ, মো: বুরুজ আলী, মাশিকুল্লাহ বিশ্বাস, তুহিন মন্ডল, কবির দেওয়ান প্রমুখ।

তবে এই অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক জানান, তিনি ট্যাগ অফিসারকে নিয়ে মাস্টার রোলের মাধ্যমে চাল বিতরণ করেছেন। সে ঘড়যন্ত্রের শিকার বলেও তিনি জানান। জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে খারনৈ ইউনিয়ন পরিষদের নামে ভিজিএফের ৩৯ মেট্রিক টন চাল বরাদ্দ হয়। ১০ কেজি করে অতিদরিদ্র অসহায় ৩ হাজার ৯০০ লোকজনের মধ্যে এই চাল বিতরণ করার কথা। ৭ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা সেতুসংলগ্ন এলাকা থেকে চাল ভর্তি একটি নৌকা আটক করে ¯’স্থানীয় লোকজন।

এসময় নৌকায় থাকা লোকজন বেশকিছু চালের বস্তা পানিতে ফেলে দিয়েছে। নৌকায় থাকা আরমান জানিয়েছেন, এই চাল খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হকের। পরে এনিয়ে ¯’স্থানীয় লোকজনের সাথে নৌকায় থাকা লোকজনের হাতাহাতির ঘটনা ঘটে। এতে জজ মিয়া (৩২) নামের এক যুবক গণধোলাইয়ের শিকার হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠায়। পরে পুলিশ নৌকায় থাকা আরমান (১৯) নামের আরেক যুবককে আটক করে। ঘটনার পরদিন কলমাকান্দা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান বাদী হয়ে চেয়ারম্যান ওবায়দুল হককে প্রধান করে তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি