সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

পূর্বধলায় পুকুর থেকে রহস্যজনক নববধূর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২২০ পঠিত

পূর্বধলা প্রতিনিধি:নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের সেহলার চর গ্রামের আবুল কাশেমের সদ্য বিবাহিত মেয়ে মারুফ আক্তার (১৯) নববধূর লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ।

(১৮ জুলাই) বিকাল সাড়ে চারটায় বাড়ির পাশের পুকুর থেকে নববধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার মারুফার বিয়ে হয় ময়মনসিংহের শম্ভুগঞ্জের চায়নামোড় এলাকার মৃত মোহাম্মদ আলী পুত্র হাসানের সঙ্গে বিয়ে হয়। গতকাল রবিবার মারুফা তার স্বামী হাসানকে নিয়ে শশুর বাড়ী হতে বাবার বাড়িতে আসে। আনুমানিক রাত দশটা থেকে মারুফাকে খুঁজে পাওয়া যাচ্চেনা।

অনেক খোঁজাখুঁজির ১৯ ঘন্টা পর আজ বিকাল চারটায় বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা¯’লে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্ত্রের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হোগলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।নেত্রকোনা সদর সার্কেল সহকারি পুলিশ সুপার মোর্শেদা খাতুন বলেন,পুলিশ নিয়ে লাশ উদ্ধার করেছি এবং এখন পর্যন্ত তদন্ত কাজ চলছে।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি