বিশেষ প্রতিনিধি:শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার অপরাধে শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত এক জামাইকে গ্রেফতার করেছে নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ।২৪ জুলাই রাত ১১টার দিকে নেত্রকোনার আটপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে আয়াতুল ইসলাম (৩৩) নামের ওই জামাইকে গ্রেফতার করা হয়। ২৫ জুলাই তাকে নেত্রকোনার আদালতে পাঠানো হয়।
গ্রেফতার আয়াতুল মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামের শাহ জামালের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর পূর্বে একই গ্রামের মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করেন আয়াতুল। এ বিয়ের পর এক পর্যায়ে শাশুড়ি নাসরিনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন তিনি।
পরে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে গিয়ে বিয়ে করে কয়েক মাস তারা একত্রে বসবাস করেন। এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদী হয়ে আয়াতুলকে আসামি করে ২০১১ সালে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৩ সালে আয়াতুলকে এক বছর ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। এ দন্ডের পাশাপাশি দুই হাজার টাকা অর্থদন্ড ও করা হয়। এই অর্থ অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেয়া হয় তাকে। রায়ের সময় থেকে তিনি পলাতক ছিলেন।মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার আয়াতুলকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply