পূর্বধলা প্রতিনিধি:“আর নয় সড়ক দুর্ঘটনা, চাই জীবনের নিরাপত্তা” দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নিরাপদ সড়ক এর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে পূর্বধলা উপজেলাবাসী। এ সময় মানববন্ধনে বিভিন্ন সংগঠনের ব্যানারে একত্রিত হয়ে বিভিন্ন স্তরের কয়েক শতাধিক মানুষ অংশ নেয়। ৩০ জুলাই উপজেলার চৌরাস্তা বাজার এলাকার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে ২ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। “শ্যামগঞ্জ-বিরিশিরি নিরাপদ সড়ক চাই আন্দোলন” এর ব্যানার ও “পাপড়ী রক্তদান ফাউন্ডেশন” এর ব্যানার সম্বলিত ব্যানারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বালুবাহি ট্রাক চলাচল বন্ধ রাখতে হবে লেখা সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।,
এসময় আন্দোলনকারীগন পুলিশকে সাথে নিয়ে রাস্তার ওভারলোড ট্রাক আটকিয়ে তাদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা এবং লাইসেন্স বিহীন ও ওভারলোড গাড়িগুলো’র নামে মামলা দিতে দেখা যায়। ৭ দফা দাবি গুলো হলো:অভিজ্ঞ ও বৈধ লাইসেন্সারী চালক দিয়ে বালুবাহী ট্রাক চালাতে হবে। অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে ট্রাক চালানো যাবে না। ,বেপরোয়া গতিতে ট্রাক চলাচল বন্ধ করতে হবে।, ওভারলোড ও ভেজা বালুবাহী ট্রাক চলাচল বন্ধ করতে হবে। প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরকে সার্বক্ষণিক মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ’ পরিবারকে আর্থিক সহযোগিতা করতে হবে। অতিরিক্ত বাড়া আদায় বন্দে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বুলবুল আহমেদ, পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, এনডিএম কেন্দ্রীয় নির্বাহী সদস্য মারুফ রহমান মাসুম, পূর্বধলা পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক – ও সমাজকর্মী রাশেদ খান সুজন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পূর্বধলা উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, শ্যামগঞ্জ-বিরিশিরি নিরাপদ সড়ক চাই আন্দোলন এর সমন্বয়কারী মোঃ রাজিবুল ইসলাম রাজিবসহ আরও অনেকে।
Leave a Reply