বিশেষণ প্রতিনিধি: নেত্রকোনায় মোবাইল টাওয়ারে উঠে মাদ্রাসা শিক্ষার্থীর অবস্থান: টানা তিন ঘন্টার চেষ্টার পর উদ্ধার করা হয়েছে । নেত্রকোনা শহরের বড় স্টেশন এলাকার একটি গ্রামীণফোন টাওয়ারে উঠে অবস্থান করে মাদ্রাসার এক শিক্ষার্থী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে।,
মাদ্রাসা কতৃপক্ষ জানায়, আজ বুধবার ভোর থেকে মোহাম্মদ বিশ্বাস নামের ওই শিক্ষার্থী নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা তাকে মোবাইল ফোনের টাওয়ারের উপরে দেখে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ,ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মীরা তাকে দুই ঘন্টা চেষ্টা করে দুপুর পৌনে বারোটার দিকে তাকে উদ্ধার করে।,
মোহাম্মদ বিশ্বাস (১৪)কলমাকান্দা উপজেলার বাবুল বিশ্বাসের ছেলে। সে শহরের সাতপাই মাদ্রাসাতুল আরকামের শিক্ষার্থী।
Leave a Reply