বারহাট্টা প্রতিনিধি : নেত্রকোনা বারহাট্টায় বাস-অটো দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন ও তিন জন আহত হয়েছেন। বুধবার নেত্রকোনা-মোহনগঞ্জ মহাসড়কের বারহাট্টা উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশনের সামনের এ দূর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি উপজেলার রায়পুর ইউনিয়নের ঘাইকুরিবর গ্রামের আক্রম আলীর ছেলে আব্দুল শহীদ (৫৫)।,
আহতরা হলেন উপজেলার বাউসী ইউনিয়নের মোয়াটী গ্রামের কেন্তু মিয়ার ছেলে মতি মিয়া (৪৫) একই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মজনু মিয়া (৩৫), উপজেলার সাহতা ইউনিয়নের শালনগর গ্রামের আব্দুল হেকিমের ছেলে হাবীব মিয়া (৩০)। আহত মতি মিয়াকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ও মজনু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।,
`পুলিশ সুত্রে জানা যায়, নেত্রকোণা থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস অপর দিকে বারহাট্টা থেকে বাউসী গামী একটি অটো রিক্সাকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই এবং চালক পালিয়ে গেলেও ঘটনাস্থলে থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসি। ‘
Leave a Reply