মোহনগঞ্জ প্রতিনিধি :নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রথম আনুষ্ঠানিকভাবে সিজার কার্যক্রম ১৪ আগস্ট পলি চৌধুরীর ছেলে বাচ্চা পৃথিবীর আলোর মুখ দেখেছে।জানা গেছে, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহনগঞ্জে যোগদান করেই সিজারিয়ানের কার্যক্রম শুরু করার জন্য উচ্চ পর্যায়ে যোগাযোগ ও অপারেশন থিয়েটার প্রস্তুত করেন। রবিবার সকাল ৯ টায় অপারেশন থিয়েটার মোহনগঞ্জ পৌরসভা দৌলতপুরের বাসিন্দা মশিউর রহমান দিপন এর স্ত্রী পলি চৌধুরী (৩২) এর সিজারের মাধ্যমে ছেলে সন্তান জন্মগ্রহণ করে।,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদা খাতুন ( সার্জন), জুনিয়র কনসালটেন্ট ( এনোথোসিয়া ) ডাঃ ফায়জুল আলম, সহকারি সার্জন ডাঃ সাবিহা সিফাত , সিনিয়র স্টাফ নার্স ইনচার্জ শিল্পী রানী কর,। অত্র হাসপাতালের মেডিকেল অফিসার ও অন্যান্য স্টাফরা সার্বিক সহযোগিতা করেন । মোহনগঞ্জ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে সিজারিয়ান কার্যক্রম শুরু সংবাদ শুনে মোহনগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শান্তা হাসপাতালে ছুটে আসেন ।,
তিনি অনেকক্ষণ সময় অতিবাহিত করে হাসপাতালের বর্তমান কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগে সাধুবাদ জানান। অপরদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বর্তমান বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসানের নির্দেশে ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির সহ-সভাপতি ডাঃ মোঃ রায়হান উদ্দিন খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলা আমিন ইসলাম ( মনি ) মোহনগঞ্জ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের কার্যক্রম কে গতিশীল করার জন্য ছুটে আসেন । ইতিমধ্যে অপারেশন থিয়েটারের জন্য সাজ্জাদুল হাসানের সাথে কথা বলে এসি সহ কার্ডিয়াক মনিটর দ্রুত প্রদানের আশ্বাস প্রদান করেন।
Leave a Reply