শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

পূর্বধলায় ৩টি অটো রাইস মিলের বিরুদ্ধে গণশুনানি

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৯৮ পঠিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় তিনটি অটো রাইস মিল পরিবেশ দূষণের অভিযোগে সংস্কারের লক্ষ্যে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন উপজেলা প্রশাসন ।উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স তার কার্যালয়ে ১৭ আগস্ট অনুষ্ঠিত গণশুনানিতে এসময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু ,পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ ব্যাপারী, পূর্বধলা অটো রাইস মিলের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মৌদাম সচিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, সাংবাদিক মোঃ এমদাদুল ইসলাম, একতা অটো রাইস মিলের মালিক মোহাম্মদ আবদুর রহমান, লিনাদ অটো রাইস মিলের মালিক মোঃ মিজানুর ইসলাম, ইভা অটো রাইস মিলের মালিক মোঃ মফিজ উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স জানান উপজেলার নারান্দিয়া বাজারের নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের পাশে এই মিলগুলি অবস্থিত। পাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবসতিপূর্ণ হওয়ায় মিলগুলি থেকে নির্গত ধোঁয়াা এলাকার পরিবেশ দূষণ করছে।

এতে শিক্ষার্থী, এলাকাবাসী, পথচারীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।এমনকি ধোঁয়ায় মানুষের চোখের ক্ষতি সহ জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এই বিষয়গুলি স্থানীয়ভাবে আমাকে অবহিত করলে সরেজমিন তদন্ত করে সত্যতা পাওয়া যায়। আজ গণশুনানির মাধ্যমে সংস্কার করার জন্য ৩০ দিনের সময় বেঁধে দেন।তিনি আরো বলেন পরিবেশ রক্ষায় ৩০ দিনের মধ্যে সংস্কার না করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি