কেন্দুয়া প্রতিনিধি ঃ নেত্রকোনার কেন্দুয়ায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাইদুর রহমান (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সাইদুর রহমান উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা মধ্যপাড়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। গ্রাম সূত্রে জানা গেছে, ১৯আগস্ট বিকালে গ্রামের পেছনে কালিয়ান বিলে মাছ ধরতে যান সাইদুর রহমান। সন্ধা ৭টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রপাত থামলে স্বজনরা খোঁজতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত অবস্থায় পানির উপর তাকে ভাসতে দেখেন।।
সেখান থেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমানকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধার দিকে কালিয়ান বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হন সাইদুর রহমান। এ ব্যাপারে কেন্দুয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply