মোহনগঞ্জ সংবাদদাতা : নেত্রকোনা জেলার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে রাফি নামে এক কলেজ ছাত্র রেলওয়ে পুলিশ ও অ্যাটেনডেন্সের শাস্তির দাবিতে অভিনব মানববন্ধন শুরু করেছে ২৭ আগস্ট ।জানা যায়, ২১ আগস্ট ঢাকা থেকে মোহনগঞ্জ আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে আসার সময় গফরগাঁও সীমানায় কর্তব্যরত পুলিশ মোস্তাফিজ ও এটেন্ডেন্স হাদিস তাকে মারধর করে ও নির্যাতন করে।
মোহনগঞ্জ স্টেশনে আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আসার পর তার বন্ধুবান্ধব নিয়ে রাত্রেই মানববন্ধন পালন করে। অপরদিকে ঢাকা রেলওয়ে লিখিত অভিযোগ করার ৪৮ ঘণ্টা পরও কোন শাস্তি মূলক ব্যবস্থা না নেওয়ায় গতকাল মোহনগঞ্জ স্টেশনে রাফি নিজেই মানববন্ধন শুরু করেছে। সে জানায় বিচার না হওয়া পর্যন্ত মানববন্ধন অব্যাহত রাখবে। ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের জয়পুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে রাফি (১৯) ।
মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফি। আমাদের প্রতিনিধির সাথে রাফির কথা হলে শিক্ষার্থী রাফি বলে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে মানববন্ধন অব্যাহত থাকবে।
Leave a Reply