বিশেষ প্রতিনিধি : নেত্রকোণায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সমাবেশ করেছে চল্লিশা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানা যায় গত ১৫ আগস্ট বাগড়া বাজারে শোক দিবস অনুষ্ঠান পালনের সময় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ৭ জন আহত হয়।
পরে উক্ত ঘটনায় ২২ আগষ্ট ১৬ জনকে আসামী করে তোতা মিয়া বাদী হয়ে কোর্টে মামলা দায়ের করলে স্থানীয় নেতাকর্মীরা এই প্রতিবাদ সমাবেশ করে। শনিবার বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক জহর আলী, সাবেক উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জহিরুল হাসান আকন্দ, ইউপি চেয়ারম্যান মাহবুব উল মজিদ সহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে দলীয় শৃংখলা ফিরিয়ে আনার জোর দাবী জানান।
Leave a Reply