বিশেষ প্রতিনিধি ঃ মাকর্স একটিভ স্কুল চেস চ্যাম্পিয়ন প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নেত্রকোনা ইনডোর স্টেডিয়ামে ৬ সেপ্টেম্বর বিকালে মেডেল ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ।
নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে প্রতিযোগিতার মেডেল ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাজহারুল ইসলাম, আজহারুল ইসলাম অরুণ, হেদায়েত উল্লাহ রুমেন সহ অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। প্রতিযোগিতায় নয়টি স্কুলের একজন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন।
নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ জানান, স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা মোবাইল ফেসবুক, ইন্টারনেট ও মাদকের ভয়াবহ আসক্ত থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশ চেঞ্জ ফেডারেশন এবং বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় এর এই উদ্যোগ গ্রহণ। এতে করে ছেলেমেয়েরা খেলাধুলা সম্পৃত হবে।
Leave a Reply