মদন সংবাদদাতা ঃ নেত্রকোনার মদনে এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রড বোঝাই লরির ধাক্কায় ৫ পরীক্ষার্থীসহ ৭ জন আহত হয়েছে। শনিবার উপজেলার মদন-নেত্রকোনা সড়কে বটতলা বাজার নামক স্থানের মাগড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তর ও সুবর্ণার অবস্থা আশঙ্খা জনক থাকায় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শান্তনি শর্মা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। অন্যান্য আহতরা হলো কেশজানি গ্রামের লাইয়েস মিয়া (১৬) , জেরিন(১৬) , তাসলিমা (১৬) ও অটো চালক মাসুম মিয়া (১৭) এবং কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের মাহাবোবের ছেলে লরি চালক মোঃ রাসেল মিয়া (২১)। আহত পরীক্ষার্থীরা কেশজানি বিদ্যানিকেতনের শিক্ষার্থী। বর্তমানে তারা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার এসএসসি পরীক্ষা দিয়ে অটো রিক্সা যোগে তেলিগাতি থেকে বাড়ি ফিরছিল ৫ জন শিক্ষার্থী। বটতলা নামক স্থানের মাগড়া ব্রিজের পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা রড বোঝাই একটি লরি তাদের ধাক্কা দেয়। এতে লরিটি অটো রিক্সাটিকে ধুমরে মুছরে সড়কের পাশে গর্তে পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহতদের উদ্ধার করে মদন হাসপাতালে প্রেরণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহমেদ জানান,আমার বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার সংবাদ শুনে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর নেই। উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান জানান, এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দূঘর্টনায় আহত হবার খবর শুনে হাসপাতলে এসে হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযত চিকিৎসার নির্দেশ দেই। মদন থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply