শিক্ষক আমি সবই পারি
এ কে এম শাহজাহান কবীর
শিক্ষক আমি সবই পারি
সকাল বেলায় তালা খুলি
সময় মতো পতাকা তুলি
হাতে নিয়ে ঘন্টা বাজাই
নিয়মিত ক্লাসে যাই।
সাড়ে ছ’টাকায় টিফিন সাড়ি
শিক্ষক আমি সবই পারি।
বিদ্যালয় আঙ্গিনা পরিস্কার রাখি
শিক্ষার্থীদের অভিযোগ শুনি
তাদের নিয়েই স্বপ্ন বুনি
কর্তৃপক্ষের আদেশ মানি
ফাইল রেজিস্টারের ঘানি টানি
অধ্যায় শেষে পরীক্ষা নিই
প্রয়োজনে ফলাবর্তন দিই
সময় হলে বিদ্যালয় ছাড়ি
শিক্ষক আমি সবই পারি।
অভিভাবকদের দাবী একটাই
আমার সন্তাানের উপবৃত্তি নাই
অল্প কথায় জবাব চাই,
মোবাইল ব্যাংকিং এ টাকা দিবে সরকার
আপনাদের আরও সচেতন হওয়া দরকার
তারপরও অফিসে অভিভাবকের সারি
শিক্ষক আমি সবই পারি।
দেশটা স্বাধীন করল
সাকুয়াকনক
সাতই মার্চে বঙ্গবন্ধু
শেখ মুজিবের ডাক
সে ডাক শুনে বিশ্ববাসী
হলো যে অবাক।
পাক বাহিনীর বিরুদ্ধে যে
বীর বাঙালি লড়ল
দীর্ঘ ন’মাসযুদ্ধ করে
দেশটা স্বাধীন করল।
দিগন্তের সৌন্দর্য
–রাবিয়া
আমার ভেতরের ক্লান্ত আত্মা
আমার সুন্দর সৌভাগ্যের গৃহ ছেড়ে যায়
সামনের রহস্যভেদ পবিত্র আর অপবিত্র নগরের দিকে
কখনো ন্যায় পরায়ন অর্থ ক্ষমতা
আবার কখনো অন্যায় জুলুমের দিকে
তাই আমাদের প্রেম ভালোবাসা অতৃপ্ত থাকে
ক্ষমতার বিশাল সুনীতি আর দূর্নীতির পথ পেরিয়ে
সৌভাগ্যের কামনা প্রত্যাশাকে আলিঙ্গন করে
তারপর কেউ কেউ আঁধারে ডুবে যায়
আবার কেউ কেউ পরমানন্দের অনুসন্ধানে পরিতৃপ্ত হয়
আমাকে জ্ঞান দাও তোমার গুপ্ত রহস্যভেদ থেকে
চন্দ্রের আলো থেকে নতুন প্রভাত জেগে উঠুক
নীল দিগন্তের সৌন্দর্যকে ভালোবেসে।
সুদ খেওনা,ঘোস খেওনা
সৈয়দা আসমাউল হুসনা
সুদ খেওনা আছ যারা
মমিন মুসলমান,
গুস খেয় না কোন কাজে
হবে নাফরমান ।
সুদের টাকায় গরছ তুমি
তোমার ঘরের দেয়াল
মরবে যখন এই ঘরেতে
আসবেনা ফেরেস্তা
আসবে ইবলিস শয়তান ।
কিরায় তোমার সারা শরীর
করিবে জ্বর জ্বর
ভাই বন্ধু আসবে নাকো
দুর্গন্ধ কর দেহ তোর ।।
সুদের টাকায় গুসের টাকায়
আসেনা সুখ সংসারে।
অল্প আসে, হালাল টাকা
বিশাল শান্তি অন্তরে ।
Leave a Reply