মোহনগঞ্জ প্রতিনিধি : জীবনে এমন কিছু মানুষ সান্নিধ্যে আসেন, যাদের অমোঘ উপস্থিতি আমাদের প্রত্যেকের জীবনে সদূরপ্রসারী ছাপ ফেলে যায়। কোনো না কোনো ভাবে একটি সুন্দর ও স্বপ্নীল জীবন বির্নিমাণে তারা নিয়ামক হিসাবে কাজ করে থাকে এমন কি সত্য ও ন্যায়নিষ্ঠ আলোর পথে এগিয়ে যেতে সেসব মানুষ দক্ষ অভিযাত্রীর মতো অগ্রণী ভূমিকা পালন করেন। মুঠো মুঠো সর্বস্তরে বিলি করে যান আদর্শিক জ্ঞানের আলো । সমাজ ও জনপদ থেকে যাবতীয় অন্ধকার দূর করে আলোর রোশনাই দিয়ে সর্বত্র বিকশিত করে তোলেন। সর্বজন শ্রদ্ধেয় বিশ্বজিৎ সাহা তাদের অন্যতম একজন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা শুধু নিজেদের সুখ স্বা”ছন্দ্যে কিংবা স্বার্থান্ধে অন্যকে কাঁদাতে পারে। ভুলে যেতে পারে অতীতের সব কিছু । পাশাপাশি এমন ও রয়েছেন যারা নিজেরা কেঁদেও অন্যকে সুখী করার সদা চেষ্টা চালিয়ে যান। নিজে কাজে ও কর্মে সদা সর্বক্ষণ অবিচল ও পাহাড়ের মতো অটল থেকেছেন । হাসিমুখে মেনে নিয়েছেন সবকিছু । বিশ্বজিৎ সাহা বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার প্রথম স্তর । এই প্রথম স্তরের ভিত যদি শক্ত না হয় তাহলে পরবর্তী স্তর গুলো দূর্বল হয়ে পড়ে। সুতারাং ভিত মজবুত করাই প্রধান লক্ষ্য । ভিত শক্তিশালী হলে আমাদের আর কোন ভয় নেই ।
শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয় তাহলে আমাদের আর বিলম্ব করার সুযোগ নেই। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে দেশ উন্নয়নে সবার ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে সজাগ ও সচেতন হওয়া জরুরী । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে গিয়ে নেতৃত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে চলেছি আমরা যদি প্রথমিক শিক্ষার ভিত শক্তিশালী করি তবে আমরাও উন্নত বিশে^র কাতারে শিগগিরিই শামিল হতে পারব এবং নেতৃত্ব দিতে পারব। কাজই মানুষে মঞ্জিলে পৌঁছে দেয়। সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কাজেরও বহুধা ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে শিক্ষা অন্যতম প্রধান অনুষঙ্গ । সবার কাছে শিক্ষার গুরুত্ব যেমন অবধারিত বিশ্বজিৎ সাহার কাছেও তার ব্যতিক্রম নয়।
তিনি দায়িত্ব প্রাপ্ত দুইটি ক্লাস্টারের শিশুদের দৈনিক উপস্থিতি বৃদ্ধিকরণ, বিদ্যালয় ব্যবস্থাপনা ও শ্রেণি পাঠদান ইনোভেশন ধারনা প্রদান, প্রাথমিক শিক্ষার নীতি ও দিক নির্দেশনা মূলক তথ্য প্রদান, ক্লাস্টারে প্রাক-প্রাথমিক শ্রেণি টাইলস্ ও সজ্জিতকরণ, ফুল বাগান তৈরি, শিশুদের খেলা ধুলার ব্যবস্থাকরণে সক্রিয় সহযোগিতা প্রদান, শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ ও যোক্তিক চাহিদার আলোকে কর্ম পরিকল্পনা প্রণয়ন, বিদ্যালয় গৃহ ও বিদ্যালয়ের অন্যান্য সম্পত্তি রক্ষণাবেক্ষণে পরামর্শ প্রদান, কাবিং কার্যক্রমে উৎসাহ ও সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগীতা, প্রাথমিক শিক্ষা প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে পিতা-মাতাকে সচেতন করার উদ্দেশ্যে মা সমাবেশ ও উঠান বৈঠকে অংশ গ্রহণ, শিশুদের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্ণামেন্টের সফল আয়োজক । শিশুদের আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে সক্রিয় সহযোগিতা প্রদান ও শিশুদের পুরস্কৃত করার ব্যবস্থাকরণ, ট্যাগ অফিসারের দায়িত্ব পালন, বর্তমানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা শিক্ষা অফিসারের দায়িত্ব পালন ইত্যাদি কাজের স্বীকৃতি স্বরূপ উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি-২০২২ বিশ্বজিৎ সাহাকে মোহনগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসাবে মনোনয়ন প্রদান করেন। উনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার সন্তান।
Leave a Reply