জননেত্র ডেক্স ঃ—বিদায় বেলায় মেসি সারা বিশ্বের ফুটবল প্রেমীদের কাদাবেন দেবেন, যেমনটা কাদিয়েছেন টেনিসের কিংবদন্তি রজার ফেদেরার।
ফুটবল জাদুকর’, ‘ ফুটবলার’-লিওনেল মেসির ফুটবলে মুগ্ধ হয়ে বোদ্ধারা কতই না উপমা, বিশেষণ ব্যবহার করেছেন। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি এবার আর সে পথে হাঁটলেন না।
৭ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলরারের প্রশংসা করতে গিয়ে তিনি তুলনা টানলেন ক্রীড়া বিশ্বের আরেক কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে। সাবেক এই টেনিস তারকার বিদায় সারা বিশ্বকে যেভাবে কাদিয়েছে, প্রতিপক্ষ কেঁদেছে, মেসির ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমনই হবে বলে অনুভব করছেন স্কালোনি। টেনিস খেলাটিকে ফেদেরার যেভাবে শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছেন, ফুটবলে মেসির অবদান তার মতোই বলে বিশ্বাস আর্জেন্টিনা কোচের।
Leave a Reply