মোহনগঞ্জ সংবাদদাতা ।নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ১৬ পিস সোলার ব্যাটারী ও ৩ পিস সোলার প্যানেল সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর মোঃ শামসুল আলম এর সময়ে গায়েব হয়েছে। এ ব্যাপারে মোহনগঞ্জ হাসপাতালে কোন তথ্য নেই। উচ্চ পর্যায়ে বিষয়টি অবহিত ও করা হয়নি।মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল ও ব্যাটারি গায়েব হয়েছে সর্বত্রই প্রচার ছিল। ঐ সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জিজ্ঞাসা বাদ করলে তিনি এড়িয়ে যান। তথ্য অধিকার আইনে আবেদন করলে তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে সিভিল সার্জন বরাবরে তথ্য চেয়ে আপিল করলেও চাহিদা মোতাবেক তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে প্রধান তথ্য কমিশনের বরাবরে আবেদন করলে তৃতীয় শুনানিতে আমাকে তথ্য দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং নেত্রকোনা সিভিল সার্জনকে নির্দেশ প্রদান করেন। এরপর তথ্য প্রাপ্তির ভিত্তিতে দেখা যায় ২২/০১/২০১৮ ইং ৮ পিস সোলার প্যানেল হাসপাতালের সরবরাহ করা হয়। তার মধ্যে ৩ পিসের কোন হদিস নেই। বর্তমানে পাঁচটি অকেজো প্যানেল সংরক্ষিত আছে।। ২৮/০১/২০১৮ ইং ১৬ পিস সোলার ব্যাটারী সরবরাহ করা হয়। বর্তমানে একটিও সোলার ব্যাটারি নেই।
এ ব্যাপারে কোন তথ্য মোহনগঞ্জ হাসপাতালে নেই। উচ্চ পর্যায়ে বিষয়টি লিখিত ভাবে আমার আবেদনের পূর্বে হাসপাতাল থেকে অবহিত করা হয়নি। ব্যাটারি ও সোলার কৌশলে গায়েব করা হয়েছে এলাকাবাসীর ধারণা । বর্তমান মোহনগঞ্জ উপজেলা কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদা খাতুন জানান, আমার হাসপাতালে সোলার প্যানেল ও সোলার ব্যাটারির ব্যাপারে কোন তথ্য নেই। সাবেক কর্মকর্তা মৌখিকভাবে সোলার ব্যাটারি ,সোলার প্যানেল এর হারিয়ে গেছে এবং নষ্ট হয়েছে বলে আমাকে অবহিত করেছেন।
Leave a Reply