কলমাকান্দা সংবাদদাতা: কলমাকান্দায় গত ১ সপ্তাহে ৫টি পল্লীবিদ্যুতের ট্রান্সফারমার চুরি হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায় ১ সপ্তাহে মধ্যে ৫টি ট্রান্সফারমার চুরি হয়েছে।
উপজেলার নাজিরপুর ইউনিয়নের গাছতলা গ্রামের আবুহানিফা, আব্দুল আজিজ,ও বেতুয়া গ্রামের বিল্লাল হোসেন,ইাদ্রিস ব্যাপারী সহ, আবু-সাঈদের ট্রান্সফরমার চুরি হয়েছে।গাছতলা গ্রামের আঃ আজিজ জানান আমার ট্রান্সফরমার গত বছর পয়ঁত্রিশহাজার টাকা দিয়ে ক্রয় করেছি। সেচের সময় এসে গেছে।
এ ব্যাপাওে পল্লীবিদ্যুতের ডিজিএম প্রকৌশলী রাশিদুজ্জাম জানান ট্রান্সফারমার উদ্ধারের জন্য আইনে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি। কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ খান জানান বিষয়টি শুনেছি অভিযোগ পেলে উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply