বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা, পঁচাত্তরের প্রতিরোধযোদ্ধা অসিত কুমার সরকার সজলকে নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার লক্ষ্যে প্রচারণা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে পূর্বধলা অডিটরিয়ামে পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলের সভাপতিত্বে প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
পূর্বধলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের আয়োজনে, জারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডল নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক নেত্রকোণা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক আহনাফ হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply