কলমাকান্দা সংবাদদাতা ঃ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়ন পরিষদের অফিস বুধবার ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় রংছাতি গ্রামের ইউনুছ মাস্টার ইউনিয়ন পরিষদের জায়গায় জাল দলিল করে দখলে নেয়ার জন্য সঙ্গীয় লোকজন দেশীয় অস্ত্র সহ ইউনিয়ন পরিষদে হামলা চালায় এবং অফিস রুমে অগ্নিসংযোগ করে।
এলাকার লোকজন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান জানান, পরিষদের জায়গার যথা উপর্যুক্ত দলিল দস্তাদি থাকা সত্তে¡ও ভূমি দস্যু ইউনুছ মাস্টার জাল দলিল তৈরি করে, জমি দখল নেয়ার জন্য তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।
এতে ইউনিয়ন পরিষদে আমি ও ইউপি সদস্যরা বসে থাকা অবস্থায় হামলাকারীরা পরিষদের অফিস রুমে ঢুকে অগ্নিসংযোগ করে। উক্ত সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম ও পুলিশের লোকজন ঘটনাস্থলে যান এবং হামলাকারী দুজনকে আটক করতে সক্ষম হয়। এব্যাপারে কলমাকান্দা থানায় ওসি আব্দুল আহাদ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রতি চলছে।
Leave a Reply