বিশেষ প্রতিনিধি :নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় ১৮ অক্টোবর উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে আসন্ন শ্যামা পূজা- উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সহ সার্বিক বিষয় নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদা খাতুন, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম , মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম সারোয়ার খোকন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন , পূজা কমিটির পক্ষ থেকে বাবু অমল সরকার, বাবু নিবারণ সাহা , বিপ্লব কুমার রায়, বিকাশ দাস প্রমুখ। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে আশ্বাস দেওয়া হয়।
এছাড়াও শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে সূর্যমুখী থিয়েটার মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা করে । গান পরিবেশন করে লালন, সানিয়া চৌধুরী, নিহা, তরী, জয়ন্ত । আবৃত্তি পরিবেশন করে আরিফুল ইসলাম পিয়াস। সবশেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কোরিওগ্রাফি উপস্থাপনা করে সূর্যমুখী থিয়েটারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সূর্যমুখী থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান হানিফ। এছাড়াও অত্র উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস থ২০২২ যথাযথভাবে পালন করা হয় বলে সংবাদ পাওয়া গেছে।
Leave a Reply