বিশেষ প্রতিনিধ: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের মৌখিক ও লিখিত ডেপুটেশন আদেশ বাতিল করা হয়েছে। মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত ) বিশ্বজিৎ সাহা বলেন ১৯ অক্টোবর বুধবার হতে মূল কর্মস্থলে হাজির হয়ে স্বাক্ষর প্রদান করে পাঠদান করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, মোহনগঞ্জ উপজেলায় লিখিত ও মৌখিক শিক্ষক ডেপুটেশন নিয়ে ১৩ অক্টোবর জননেত্র ই-পেপারে সংবাদ প্রকাশিত হলে নেত্রকোনা জেলায় বিষয়টি নিয়ে সাড়া পড়ে। নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন মঙ্গলবার মোহনগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার কে জানিয়ে দেন মৌখিক ডেপুটেশনে যারা আছেন, বুধবার থেকে মূল কর্মস্থলে যোগদান করে পাঠদান করবে।
যাদের লিখিত ডেপুটেশন রয়েছে তাদের অফিস আদেশ সংগ্রহ করে নেত্রকোনা প্রেরণ করা হয়েছে। ১৯ অক্টোবর বুধবার বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা গেছে সংযুক্ত বিদ্যালয়ের থেকে মূল বিদ্যালয়ে শিক্ষকরা যাননি। অপরদিকে সংযুক্ত বিদ্যালয়ে থেকে শিক্ষকদের হাজিরা না নিয়ে মূল বিদ্যালয়ে যাওয়ার তাগিদ দেয়া হয়নি। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধির সাথে বলেন, যারা মৌখিক ডিপুটেশনে ছিলেন তারা ২-৩ দিনের মধ্যেই মূল কর্মস্থলে চলে যাবেন। আর যাদের লিখিত ডেপুটেশন আছে অচিরেই জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অফিস আদেশ বাতিল করে মূল কর্মস্থলে যোগদান করার জন্য চিঠি পাঠাবেন। এতে প্রাথমিক শিক্ষায় পাঠদানে ব্যাহত হচ্ছে বুঝতে পেরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ডেপুটেশন বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে কার্যকর হবে তিনি আমাদের প্রতিনিধিকে আশ্বস্ত করেন ।
Leave a Reply