বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস-২০২২ উপলক্ষ্যে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কারলি গ্রামে নেত্রকোনা জেলার বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দু ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম পরিদর্শন করেন। ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম পরিদর্শন কালে ১২ জন উপকারভোগী সদস্যদেও সাথে কথা বলেন এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন ও সামাজিক ভাবে সচেতনতা সম্পর্কে জানতে চান।
সদস্যদের মতামত জানার পর তাদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। জিয়া আহমেদ সুমন, উপপরিচালক (উপসচিব),¯স্থানীয় সরকার, নেত্রকোনা সদস্যদের উদ্দ্যেশে বলেন- আপনাদের উন্নয়ন মানেই দেশের জাতীয় উন্নয়নের অংশ। তাই শুধু আর্থিক উন্নয়ন যথেষ্ঠ নয়, এর পাশাপাশি বাল্য বিবাহ থেকে বিরত থাকা ও প্রতিটি সন্তানকে পড়াশুনা করানোর মত বিষয়গুলি সম্পর্কেও সর্বদা সচেতন থাকতে হবে। মোঃ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সদস্যদের উন্নয়ন সম্পর্কে জেনে উপকারভোগী সদস্য ও ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের ভূয়সী প্রশংসা করেন। তিনি পরিবার ছোট রেখে পরিকল্পিত ভাবে চললে মানুষের সব গুলি মৌলিক চাহিদা সয়ংক্রিয় ভাবে পূরন হয়ে যাবার বিষয়টি সবাইকে অবগত করেন।
মোঃ আলাল উদ্দিন,উপপরিচালক,সমাজসেবা, নেত্রকোনা আলট্রা-পুওর পরিবারের সেবা প্রাপ্তির উপযোগী সদস্যদের সরকারি সেফটিনেট কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানে অগ্রনী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্য রাখেন ডা:অভিজিৎ লৌহ, ডেপুটি সিভিল সার্জন, নেত্রকোনা, রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ ও রিপন চন্দ্র মন্ডল,ব্র্যাক বিভাগীয় ব্যবস্থাপক (পিএসইউ), সিলেট। ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামপরিদর্শন শেষে বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উন্নয়ন সহযোগী হিসাবে ব্র্যাক ও ব্র্যাকের ২০ বছর ব্যাপি পরিচালিত আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামকে সাধুবাদ জানান।
Leave a Reply