বারহাট্টা প্রতিনিধি ঃ গত সোমবার বারহাট্টা উপজেলা মাল্টিপারপাস কাম অডিটরিয়াম হলরুমে আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্ব ও বারহাট্টা কলেজের সিনিয়র ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্য নির্বাহীর কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, সদস্য রেমন্ড আরেং, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত মহিলা আসানের এমপি হাবিবা রহমান খান, জাকিয়া পারভীন খান, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোণা পৌর সভার মেয়র নজরুল ইসলাম খান , শ্রম বিয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।
সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য খায়রুল কবীর খোকন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে বারহাট্টা সদর ইউনিয়নের পর পর তিন বারের সফল চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন ।
Leave a Reply