বারহাট্টা প্রতিনিধি ঃ “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উপযাপন করা হয়।
কর্মসচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও হাত দোয়া প্রদর্শনী। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার লিটন চন্দ্র, সমবায় অফিসার আতাউর রহমান, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ বিদ্যুৎ মিয়া, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply