‘‘বিশেষ প্রতিনিধি ঃ “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই প্রতিপাদ্যে নেত্রকোনায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার, সনদপত্র ও যুব ঋনের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার জেলা যুব ভবনে জাতীয় সংগীতের তালে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিবসের সূচনা হয়।পরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সৌম।,
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক হারুনুর রশিদ ও জেলা প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান প্রমুখ। বক্তারা বেকার যুবদেরকে চাকুরির পিছনে না দৌড়ে নিজেকে স্বাবলম্বী করার জন্য যুব উন্নয়ন প্রশিক্ষন নিয়ে কর্মসংস্থান গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে পুরস্কার, সনদপত্র ও যুব ঋনের চেক বিতরণ করা হয়।‘‘
Leave a Reply