কেন্দুয়া প্রতিনিধি :নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১১ নং চিরাং ইউপি চেয়ারম্যান মো.এনামুল কবির খানকে সম্মাননা স্বারক-২০২২ প্রদান করেছে বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি।
সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য ৫ নভেম্বর এ সম্মাননা স্বারক প্রদান করেছে সংগঠনটি। চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ছিলিমপুর গ্রামের বাসিন্দা মো.এনামুল কবির খান এ বছর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে জয়ী হওয়ার অল্পদিনেই সরকারি সেবা দোরগোড়া পৌঁছে দেয়াসহ প্রাকৃতিক দুর্যোগ বন্যার্তদের পাশে থেকেছেন তিনি।
এছাড়াও সামাজিক কর্মকাণ্ড জড়িত থেকেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। স্বারক পাওয়ায় উচ্ছ্বাসিত ইউপি চেয়ারম্যান মো.এনামুল কবির খান।তিনি বাংলাদেশ মানবাধিকার সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির কতৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, একজন রাজনৈতিক কর্মী ও জনপ্রতিনিধি হিসেবে আজীবন মানুষের সেবায় এবং এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। এই সম্মাননা পুরস্কার এ কাজে আমাকে অনুপ্রেরনা যোগাবে বলে জানান তিনি।
Leave a Reply