শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আটপাড়ায় আব্দুর রশিদের মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ নেত্রকোনায় জামাতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত খালিয়াজুরীতে স্কুল, মাদ্রাসা, কারিগরি, শাখার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা  অনুষ্ঠিত     কেন্দুয়া ডিগ্রি কলেজে সকালে অধ্যক্ষ নিয়োগ আদেশ বিকেলে বাতিল খালিয়াজুরীর প্রকাশনাথ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নেত্রকোণায় প্রজনন স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত খালিয়াজুরীতে নব নিযুক্ত ইউএনও যোগদান উপলক্ষে মতবিনিময় খালিয়াজুরীতে বিএনপি’র সম্মেলনে সভাপতি স্বাধিন-সম্পাদক কেষ্টু কলমাকান্দায় ভর্তুকির হারভেস্টার বল প্রয়োগে অন্য উপজেলায় প্রদানের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

কলমাকান্দার মহাদেও নদের ইজারা বাতিল

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ২০০ পঠিত

বিশেষ প্রতিনিধি ঃ-ভারতের সীমান্তবর্তী এলাকা নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদ থেকে নিয়ম না মেনে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করায় ইজারা বাতিল করা হয়েছে। গত ১০ নভেম্বর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ স্বাক্ষরিত আদেশে উপজেলার ওমরগাঁও, হাসানোয়াগাঁও ও বিশাউতি পযন্ত ৬ নম্বর বালু মহালের ইজারা বাতিল করা হয়। জেলা প্রসাশন সূত্রে জানাযায়, অবৈধভাবে বালুও পাথর উত্তোলন রোধ কল্পে উপজেলা প্রশাসন গত ১৭.৭.২০২২,১১.৮.২০২২,৫.৯, ২০২২ তারিখ মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থ জরিমানা সহ অবৈধ ড্রেজার ও পাইপ বিনষ্ট করায় হয়।,

প্রতিবেদন পর্যালোচনায় আরও জানাযায় ইজারাদার কতৃক শর্ত লঙ্ঘন করে ইজারা বহির্ভূত স্থান থেকে রাতের আঁধারে চুরি করে বালু ও পাথর উত্তোলন করা হয়েছে। যা ইজারাদার কর্তৃক চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়াও উত্তোলন ‘তফসিল বর্হিভুত স্থান থেকে বালু-পাথর উত্তোলন, অননুমুদিত ড্রেজার ব্যবহার, নির্ধারিত মাত্রার অধিক গভীরতায় বালু-পাথর উত্তোলন, নদীর গতিপথ পরিবর্তন, পরিবেশের ভারসাম্য বিঘ্নিত, বালু পরিবহনে জনগণের চলাচলে বিঘ্নসহ ইজারা চুক্তির ১৫, ১৭, ১৯, ২০, ২৭ ও ৩১ নম্বর শর্তবলির বিধিবিধান লঙ্ঘন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫,- খনিজ সম্পদ বিধিমালা ২০১১, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০১১ এর ১১(২) অনুচ্ছেদ ৬৩ নম্বর শর্ত মোতাবেক ওমরগাঁও, হাসানোয়াগাঁও এবং বিশাউতি পযন্ত বালুমহালের ১৪২৯ বঙ্গাব্দের ৩০ চৈত্র পযন্ত মেয়াদের ইজারাদেশ বাতিল করা হয়েছে।.,

বালুমহালটি এখন সরকারের অনুকূলে আনয়ন করা হয়েছে।’স্থানীয় বাসিন্দাসূত্রে জানাযায় , চলতি বছর জেলা প্রশাসনের পক্ষ- থেকে কলমাকান্দার মহাদেও নদের ওমরগাঁও, হাসানোয়াগাঁও এবং বিশাউতি মৌজায় ৩৫ দশমিক ১৫ একর বালু মহাল ইজারা দেয়া হয়। ৭২ লাখ ১০ হাজার টাকায় ইজারা পান দুর্গাপুরের গুদারিয়া গ্রামের বাসিন্দা মো. চান মিয়া নামের এক ব্যক্তি। কিন্তু ইজারাদারের সঙ্গে রাজনৈতিক নেতা ও প্রভাবশালী ব্যক্তি যুক্ত থেকে ইজারাকৃত নিদৃষ্ট জায়গা থেকে বালু উত্তোলন না করে প্রায় তিন কিলোমিটার দূরে ভারতের মেঘালয় সীমান্তবর্তী পর্যটন এলাকাখ্যাত মহাদেও, সন্নাসীপাড়া, চিকনটুপ, বড়ুয়াকোনা, পাতলাবনসহ নদের বিভিন্ন এলাকা থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে। এতে করে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য নষ্টের পাশাপাশি নদের গতিপথ পরিবর্তন, নদের তীরের বাড়ি ঘর, ফসলি জমি, বাগান, স্থানীয় বাজার, ধর্মীয় প্রতিষ্ঠান গির্জা, রাস্তা-ঘাটসহ বেশ কিছু স্থাপনা ভেঙে যাচ্ছে। ,

অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের দাবিতে মহাদেও নদ রক্ষা কমিটি, পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা , এআরএফবি, ,বাংলাদেশ গারো লিঙাম ওয়েল ফেয়ারএসোসিয়েশন (মেগাম) সহ স্থানীয়রা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ, মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে। গত ৩১ অক্টোবর মহাদেও নদ রক্ষা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ তদন্ত করতে কলমাকান্দা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেয়া হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১০ নভেম্বর বৃহস্পতিবার ইজারা বাতিল করা হয়।

বাংলাদেশ কারো লিঙ্গাম ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক পিটারসন কুবি বলেন, ‘মহাদেও নদের বালু আমাদের কাছে রীতিমতো দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রভাবশলীরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ফলে আমাদের আদিবাসী অনেক পরিবারের বাড়ি-ঘর, ফসলি জমি, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বাজার, রাস্তা-ঘাট ভেঙে গেছে। ইজারা বাতিল করায় আমাদের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। নেত্রকোনা জেলা প্রশাসককের সাহসী পদক্ষেপ গ্রহণ করায় আমরা অভিনন্দন জানাচ্ছি। ,

বালু পাথর মহলের নিজেরা বাতিল প্রসঙ্গে নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, বলেন যারা শর্ত ভঙ্গ করে, ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধ অনৈতিকভাবে দীর্ঘদিন যাবত ভালো উত্তোলন করে আসছিল, স্থানীয় বাসিন্দা ও পরিবেশ বিপর্যয়ের জন্য, তদন্ত সাপেক্ষে বেশ কয়েকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায় এবং ড্রেজার জব্দ করে বিনষ্ট করা হয়েছে।এর পরও থামছিল না বালু ও পাথর উত্তোলন। বেশ কয়েক বার ইজারাদারদেরকে শর্তসাপেক্ষে বালু উত্তলনের লিখিত নেয়ার পরেও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন। এ বিষয় গুলো তদন্তে প্রতিবেদন দেয়ার পর ইজারা বাতিল করা হয়েছে। বর্তমানে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবিকে লিখিত ভাবে নির্দেশ প্রদান করা হয়েছে। যেহেতু সীমান্ত এবং দুর্গম রাস্তার ফলে যাতে করে চুরি করে অবৈধভাবে বালু উত্তোলন না করতে পারে। ইজারাধার বা প্রভাবশালীরা যদি অবৈধ ভাবে বালু পাথরব উত্তোলন করে আরও কটোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি