সরকারি বিধি মোতাবেক মিলন উ”চ বিদ্যালয়, বাঁশাটি । ডাকঘর-নাড়িয়াপাড়া, উপজেলা: নেত্রকোনা সদর জেলা: নেত্রকোনার জন্য এক(০১) জন অফিস সহকারী কাম হিসাব সহকারী, এক(০১) জন কম্পিউটার ল্যাব অপারেটর, এক(০১) জন নিরাপত্তাকর্মী,এক(০১) জন আয়া, এক(০১) জন পরি”ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে ।
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি ,সকল সনদ এর সত্যায়িত ফটোকপি , মোবাইল নম্বর, প্রথম দুটি পদের জন্য ৬০০ টাকার ও পরবর্তী ৩ টি পদের জন্য ৫০০ টাকার পোস্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
প্রধান শিক্ষক
Leave a Reply