বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জে অটোচালকদের সংঘর্ষে একজন নিহত ও পুলিশ আহতের ঘটনায় এ পর্যন্ত দুই মামলায় ১৪শ ৬৭ জনকে আসামী করা হয়েছে। এর মধ্যে অটোচালক হাসান মিয়া (৩৮) হত্যার ঘটনায় ২জন এবং পুলিশের এসআই মমতাজ উদ্দিন (৪৫) কে আহত করার মামলায় ৫জনকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অটোচালক হাসান মিয়া হত্যার ঘটনায় তার পিতা জজ মিয়া বাদী হয়ে ৩২জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। অটোচালক হাসান হত্যা মামলায় পুলিশ শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পৌর শহরের টেংগাপাড়া থেকে মৃত লাল হোসেনের ছেলে ফজলুর রহমান (৬০) ও নওহাল গ্রামের রাশিদুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (২২) কে গ্রেফতার করে।
একই রাতে পুলিশের এসআই মমতাজ উদ্দিনের উপর হামলার মামলায় ৫জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে হাসান হত্যায় গ্রেফতার দুইজনসহ অপর ৩জন হলেন পৌর শহরের কাজিয়াটি গ্রামের দারগ আলীর পুত্র আ. সালাম (৩৬), সাতুর (হাল সাং পানুর) গ্রামের আ. রশিদের পুত্র নয়ন মিয়া (৩৫) এবং নওহাল গ্রামের রাশিদুল ইসলামের পুত্র সোহাগ মিয়া (৩২)।
পুলিশের এসআই মমতাজ উদ্দিনের উপর হামলা ও আহত করার ঘটনায় এসআই রিশাদ আলম বাদী হয়ে ৮৪ জনের নামসহ অজ্ঞাতনামা ১৪শ জনকে আসামি করে মামলা করেন। মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের শনিবার কোর্টে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
Leave a Reply