পূর্বধলা প্রতিনিধি:নেত্রকোণা জেলা প্রশাসন কর্তৃক ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত এবং জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত বিদ্যাপীঠ আরবান একাডেমি প্রাঙ্গণে ভিন্নধর্মী এক ক্লাশ পার্টির আয়োজন করা হয়।,
২৬ নভেম্বর উপজেলা শহরের রাজপাড়া এলাকায় আরবান একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্লাশ পার্টিতে ক্লাসে ক্লাসে কেক কাটার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিশুদের উৎসাহিত করা হয়। শিশুদের উৎসাহ দিতে সাংস্কৃতিক পরিবেশনায় স্কুলের শিক্ষক ও অভিভাবকরাও অংশ নেন।,
সকাল থেকে আটটি শ্রেণির সবকটি শাখার শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীরা কেক কেটে ক্লাস পার্টি উদযাপন করে। ক্লাস পার্টি অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ খুশি পঞ্চম শ্রেণির ছাত্রী রামিশা আঞ্জুম জাইমা।ক্লাস পার্টি উপলক্ষে নানা রঙের বেলুন, ফুল, ক্লাস রুম ও ল্যাবগুল সুসজ্জিত করে এবং নিজ পছন্দ অনুযায়ী ভিন ভিন্ন মাত্রা যোগ করে। ,
পরিচালনা কমিটির সদস্য অধ্যাপিকা নূরুন্নাহার, প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ফিরোজ মিয়া, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েজুল ইসলাম, সাংবাদিক এমদাদুল ইসলাম, শফিকুল ইসলাম খান, আরবান এর কো-অর্ডিনেটর আবুল আরশাদ, একাডেমির শিক্ষক ও অভিভাবকবৃন্দ ক্লাস পার্টি উদ্বোধন করেন।
Leave a Reply