বিশেষ প্রতিনিধিঃসুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ প্রকল্প বাস্তবায়নে পি আই সি কমিটির আবেদন কল্পে কৃষক সমাবেশের গণশুনানি হয়েছে। ৩০ নভেম্বর চামরদানী ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে ও মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।,
উপজেলা মনিটরিং কমিটির উদ্যোগে আয়োজিত, পানি উন্নয়ন বোর্ড পাউবোর মনিটরিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে এ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন হাওর এলাকায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের, ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত,সংষ্কার, নদী, খাল,পূর্ণ খননের জন্য সংশোধিত কাবিটা নীতিমালা ২০১৭ এর ( ২.২) অনুচ্ছেদ মোতাবেক ২০২২/২০২৩ অর্থ বছরের কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন কল্পে, উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন,পানি উন্নয়ন বোর্ড এর পাউবোর অন্তর্ভুক্ত ফসল রক্ষা বাঁধের কাজ পি আই সি কমিটির মাধ্যমে আগামী ডিসেম্বরের ১৫ তারিখ বাঁধের কাজ শুভ উদ্বোধন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে , বাঁধ নির্মাণে প্রকৃত কৃষকে পি আই সি করা হবে। ,
এছাড়াও কোন পি আই সি’র’ নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে এবং অনিয়ম দুর্নীতির আশ্রয় নিলে, তার বিরুদ্ধে কুটুর আইনি ব্যবস্থা নেয়া হবে। এসময় বক্তব্য রাখেন, সদর চেয়ারম্যান সন্জিব রঞ্জন তালুকদার টিটু, কৃষক প্রতিনিধি যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, মৎস্যজীবি লীগের আহবায়ক রুহুল আমিন খান, বাজার বনিক সমিতির সভাপতি অমরেশ চৌধুরী রায়, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, ছাত্র লীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।
Leave a Reply