বিশেষ প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সম্প্রতি ব্রয়লার মুরগিও ডিমের দাম বেড়েছে কয়েক দফা। তবে মুরগির খাবার ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়াতে সেই হারে বাড়ছে না মুরগি ও ডিমের দাম। এতে পোল্ট্রি শিল্পের সংশ্লিষ্টরা পড়েছে নানামুখী সংকটে। নেত্রকোনা অনেক পোল্ট্রি শিল্পের মালিকরা উৎপাদন কমিয়ে দিয়েছে এবং অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।
৫ ডিসেম্বর সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প সংগঠন কেন্দ্রীয় কমিটির ব্যানারে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে ছয় দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়।শওকত আহম্মদ শামীমের সভাপতিতে ৬দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন, মোহাম্মদ সেলিম আহমেদ, জেলা কমিটির সহ-সভাপতি মনোরঞ্জন সরকার ও ফরিদুজ্জমান, সুলতান আহমেদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন,সদস্য কেন্দীয় কমিটি অবসর প্রাপ্ত সাজেন্ট মো: সাফায়েত হোসেন,মোস্তফা আলফে সারোয়ার ।
বক্তারা বলেন, দেশে মুরগির খাবার তৈরির মিলগুলো কাঁচা মাল আমদানির জন্য ঋণপত্র খুলতে জটিলতার মুখে পড়ছে তাতে করে আমদানি মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।এ ধারা অব্যাহত থাকলে পোলটি শিল্প মারাত্মক সংকটের মধ্যে পড়বে। ক্ষুদ্রপলটি শিল্পের মালিকরা বলেন, আমরা প্রণোদনা টাকা চাইনা আমাদেরকে সহজ শর্তে স্বল্প সুদে ব্যাংক লোন দেন । নেত্রকোনা জেলায় প্রায় ৫ হাজার মাঝারি ও ক্ষুদ্র শিল্প ছিল বর্তমানে ১৫০০ থেকে ১৬০০ ক্ষুদ্র ফার্ম টিকে রয়েছেতাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
Leave a Reply