বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম-মাল্টিপারপাস হল রুমে ৭ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় উপজেলা পর্যায়ে গ্রামীণ উন্নয়ন পর্যটন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহম্মেদ আকুঞ্জির সঞ্চালনায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ঢাকা থেকে ভার্চুয়াল সভার মাধ্যমে প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের প্রধান অতিথি হিসেবে কর্মশালায় যোগদান করেন।কর্মশালায় বিভিন্ন পেশার প্রতিনিধিরা মোহনগঞ্জে পর্যটন উন্নয়নে ব্যাপক সম্ভাবনা রয়েছে মর্মে বক্তারা মতামত ব্যক্ত করেন।
ভার্চুয়াল সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কামরুল ইসলাম রতন, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ জাহান, মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মুখলেছুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান রতন, ১নং বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, ৪নং মাঘান-সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, ৭নং গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শান্তা প্রমুখ।
Leave a Reply