বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ তালা মারা থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আলীকে শোকজ করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষটি খোলা হয়নি। সহকারী শিক্ষক শাহীনূর মিয়া জানান, অফিসের চাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে রয়েছে। তিনি না আসা পর্যন্ত অফিস কক্ষ খোলা যাবে না।
ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ একজন সহকারী শিক্ষক রয়েছে। সহকারী শিক্ষক কম থাকায় একজন প্রক্সি শিক্ষকও রয়েছে।বিষয়টি আমলে নিয়ে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ করেন। শোকজপত্রে তিন কার্য দিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ একজন সহকারী শিক্ষক রয়েছে। শিক্ষার্থী রয়েছে প্রায় দেড়শত জনের মতো।
তবে ছাত্র অভিভাবকরা জানান, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা খেয়ালখুশি মতো আসা যাওয়া করেন। আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আলী নিয়মিত বিদ্যালয়ে না যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, মাঝেমধ্যে নানান কারণে বিদ্যালয়ে যেতে পারি না। যাতায়াত ব্যবস্থা ভাল না। তবে বিদ্যালয়ের অফিস কক্ষের চাবি সহকারী শিক্ষকের কাছেও থাকে। শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক কম থাকায় পড়াশোনার স্বার্থে প্রক্সি শিক্ষক পপি আক্তারকে দুই হাজার টাকা বেতনে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা বলেন, অফিস কক্ষ তালা মারা বিষয়টি অবগত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শওকত আলীকে শোকজ করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে জবাব দেওয়া কথা বলা হয়েছে।
Leave a Reply