বারহাট্টা প্রতিনিধি ঃ নেত্রকোনার বারহাট্টায় বাংলাদেশ প্রান্তিক পোল্টি শিল্প সংগঠন (বিপিপিএস) বারহাট্টা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন- ২০২২ এর ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশ প্রান্তিক পোল্টি শিল্প সংগঠন বারহাট্টা উপজেলা শাখার উদ্যোগে আটপাড়া মোড়ে নিজস্ব কার্যালয়ে বারহাট্টা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন- ২০২২ এর ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়।,
কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত আহম্মদ শামীম।,
এ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বঙ্গবন্ধু ও গবেষনা পরিষদের সাধারণ সম্পাদক শান্তনা রাণী দত্ত, বাংলাদেশ প্রান্তিক পোল্টি শিল্প সংগঠন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাফায়েত হোসেন, বাংলাদেশ প্রান্তিক পোল্টি শিল্প সংগঠন নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, জেলা কমিটির দপ্তর সম্পাদক শাহজাহান কবীর, ধর্ম বিষয়ক সম্পাদক আবু জাহেদ ঠাকুর। এছাড়াও বারহাট্টা উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply