বিশেষ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ঢাকার ধানমন্ডির ৩২ নাম্বারে এবং গোপালগঞ্জের টঙ্গিপাডায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অপন,কবর জিয়ারত, দোয়া ও ফাতেহা পাঠ করে শ্রদ্ধা জানিয়েছেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন। গত শনিবার সকালে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা জানান।
এর পর তারা দুপুরে গোপালগঞ্জের টঙ্গিপাডায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অপন,কবর জিয়ারত, দোয়া ও ফাতেহা পাঠ করে শ্রদ্ধা জানিয়েছেন । এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন,
জাতীয় সংসদের সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, বিমান বাংলাদেশ এর পরিচালক ,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান ,সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, , পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান ,আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান খান রতন,. নূর খান মিঠূ , ,মাজারুল ইসলাম,দীপক ধর গুপ্ত , সানাওয়ার হোসেন ভুইয়া ,মোহাম্মদ শহিদুল্লা ,আতাউর রহমান মানিক,মনোয়ার জাহান সুজন,হাফিজুর রহমান খান,গাজী মোতর্জা হোসেন কামাল , রেড ক্রিসেন্ট সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ আওয়ামীলীগ ,যুবলীগ,ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ।
Leave a Reply