বিশেষ প্রতিনিধিঃ কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে পিটিয়ে আহত করেছে একই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা । ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পূর্ব বেনুয়াপাড়া সরকারি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবরে অভিযোগ করেছেন সহকারি শিক্ষিকা শাহনাজ আক্তার।
এলাকাবাসী সূত্রে জানা যায় কথাকাটা কাটির এক পর্যায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কামরুনাহার সহকারি শিক্ষিকার উপর অতর্কিতভাবে কিলঘুষি ও চুলে ধরে পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকারে স্কুলের আশপাশের লোকজন এসে উদ্ধার করে। তিনি এই ধরনের ঘটনা এর আগেও একাদিকবার ঘটিয়েছেন বলে বিশেষ সুত্র জানায়। মেনেজিং কমিটির সদস্য জুলহাস মন্ডল বলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কামরুনাহার ও তার স্বামী এমদাদুল হক এই বিদ্যালয়ের সভাপতি এই দুজনের ক্ষমতা দেখিয়ে শিক্ষক ও ছাত্রের সঙ্গে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে।
আমরা চাই এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার শাস্তি ও স্কুল থেকে বদলি। এই নিয়ে আহত সহকারি শিক্ষিকা শাহনাজ আক্তার বলেন আমিসহ এই বিদ্যালয়ে ছাত্র শিক্ষক কামরুনাহারের দ্বারা নির্যাতিত হয়েছেন, আমি এর বিচার চাই। অভিযোগের বিষয়ে কলমাকান্দা উপজেলা শিক্ষাকর্মকর্তা বলেন অভিযোগ পেয়েছি এই ধরণের নেক্কারজনক ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply