বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার ২নং বড়তলী-বানিয়াহারী ইউনিয়নে বরুংকা গ্রামে ২০ ডিসেম্বর রাতে বাল্য বিবাহের অপরাধে কাজীসহ কনে সুমাইয়া আক্তার চৌধুরী (১৭) এর পিতা রাসেল চৌধুরী (৪৩) কে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মোহনগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা রহমান বাদী হয়ে মোহনগঞ্জ থানায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ সনের ৭/৮/৯/১১ ধারায় মামলা দায়ের করেন। বিভিন্ন সূত্রে জানা যায়, ২নং বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বরুংকা গ্রামে বাল্য বিবাহ সংগঠিত সংবাদটি উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহম্মেদ আকুঞ্জি প্রাপ্ত হয়ে গভীর রাতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলমকে ঘটনা স্থলে যাওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তারা পুলিশ ফোর্স সহ ওই ঘটনা স্থলে হাজির হন।
ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ২নং ইউনিয়নের সুখদেবপুর গ্রামের কাজী সাকিব আহমেদ (২৬) বরুংকা গ্রামের কনে সুমাইয়া আক্তার চৌধুরী (১৭) ও দৌলতপুর গ্রামের মাহমুদুল হাসান (২৩) এর সাথে বিবাহ সম্পন্ন করার অপরাধে কাজীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। অফিসার ইনচার্জ কক্ষে ২নং ইউপি চেয়ারম্যানের সোহাগ তালুকাদরের উপস্থিতিতে কনের পিতা রাসেল চৌধুরীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন সাকিব আহমেদ (কাজী সাহেব) আমার মেয়ে সুমাইয়া আক্তার চৌধুরী (১৭) ও মাহমুদুল হাসান (২৩) এর কাবিন মূলে বিবাহ সম্পন্ন করেন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা রহমামের দায়ের করা মামলায় ৪জনকে আসামী করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গভীর রাতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলমকে ঘটনা স্থলে যাওয়ার নির্দেশ দেই। পরবর্তীতে ঘটনাস্থল থেকে কাজী সাকিব আহম্মেদকে আটক করে গভীর রাতে মোহনগঞ্জ থানায় নিয়ে আসা হয় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা রহমান বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করার নির্দেশ দেই। মোহনগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা রহমান বলেন, গতরাতে আমি সহ সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম ও থানা পুলিশের সহযোগিতায় কাজী সাকিব আহম্মেদকে আটক করে থানায় নিয়ে আসি ও দুপুরে থানায় মামলা দায়ের করি। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, কাজী সাকিব আহমেদ ও কনের পিতা রাসেল চৌধুরীকে গ্রেফতার করে বিকেলে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়।
Leave a Reply