বিশেষ সংবাদদাতা : নেত্রকোনা জেলার মোহনগঞ্জে শরীফ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ২৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে তাদের আটক করা হয়।আটকরা হলেন, উপজেলার জয়পুর গ্রামের মৃত. সিরাজুল ইসলামের ছেলে সাজহারুল (৪০), তার ভাই আজহারুল (৩৫), ও আজহারুলের স্ত্রী মাইনুনা আক্তার (২৯) ।,
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর গ্রামে গত ১০ ডিসেম্বর রাতে বাড়ির পাশে খেতে মো. শরীফ মিয়ার (২২) গলাকাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন শরীফের বাবা জামরুল ইসলাম। মামলায় একই গ্রামের মাজহারুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।,
পরে তাকে রিমান্ডে এনে জ্ঞিাসাবাদও করে পুলিশ। তবে তেমন কোন তথ্য উদঘাটন করতে পারেন। শুক্রবার বিকলে স্থানীয় কৃষকরা কাজ করার সময় গ্রেপ্তার মাজহারুলের বাড়ির পাশের একটি খেতে একটি দা পায়। পরে পুলিশকে খবর পেয়ে দা উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও স্থানীয়দের সন্দেহ এই দা দিয়েই শরীফকে হত্যা করা হয়েছে।,
এ সময় অভিযুক্ত মাজহারুলের দুই ভাই আজহারুল, সাজহারুল ও আজহারুলের স্ত্রী মাইনুনা আক্তারকে জয়পুর বাজারে আটক করে থানায় রাতে নিয়ে আসে পুলিশ। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের আটক করা হয়নি।
Leave a Reply