বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন থেকে শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের শুরু থেকে এ পর্যন্ত জেলায় একই অবস্থা বিরাজমান। ,
এমন অবস্থায় ছিন্নমূল শীর্তাতদের মাঝে মানবিক সহযোগিতায় এগিয়ে এসেছেন নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাংস্কৃতিক সংঘ।,
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.গোলাম কবীরের নির্দেশনায় বৃহস্পতিবার রাতে জেলা সদরের রেলস্টেশন এলাকায় মানবিক উপহার কম্বল নিয়ে ছিন্নমূল শীর্তাত মানুষের হাতে কম্বল তুলে দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার শুভ্র চন্দন মহলী,বাংলা বিভাগের প্রভাষক ও মডারেটর (সাহিত্য সংঘ) মোঃ আব্দুল হালিম,বাংলা বিভাগের প্রভাষক ও মডারেটর (সাংস্কৃতিক সংঘ) ড. সানজিদা ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা।
Leave a Reply