বিশেষ প্রতিনিধি ঃ মিতালী উন্মুক্ত ব্যাডমিন্টন র্টুনামেন্ট-২০২৩। নেত্রকোনার ঐতিয্যবাহী ক্লাব মিতালী সংঘের আয়োজনে ৩ ফেব্রুয়ারী শহরের মোক্তারপাড়াস্থ মধুমাছি কচি-কাচা বিদ্যানিকেতন প্রাঙ্গনে উদ্ভোধন করা হয়েছে।,
উক্ত উদ্ভোধনী অনুষ্টানে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান ,নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, আটপাড়া উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম,পরিচ্চন্ন মোক্তারপাড়ার সাধারন সম্পাদক এ টি এম এ রাজ্জাক, প্রেসক্লাব সেত্রেুটারী এম,মুখলেছুর রহমান খান,জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল আউয়াল শাওনসহ মিতালী সংঘের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহনকারী খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলা মিতালী সংঘ বনাম সোনালী অতীত এর মধ্যে অনুষ্টিত হয় । ,
টুর্নামেন্টে পুরুষ উন্মুক্ত দ্বৈত ও একক ফিকচারে খেলা অনুষ্টিত হবে ।
Leave a Reply