বিশেষ প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের মধ্যে বাংলাদেশ নিরাপদ সড়ক চাই (নিসচার) অর্থায়নে নির্মিত ঘর বিতরণ করা হয়। সোমবার দুপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন উদ্ভোধন করেন ।
বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি মিলনায়তনে একাডেমি‘র নৃত্য শিক্ষক মালা মার্ত্থা আরেং এর সঞ্চালনায় নিরাপদ সড়ক চাই দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। স্বাগত বক্তব্য রাখেন, একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, পৌর মেয়র আলহাজ্ব মাও: আব্দুস ছালাম, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর মহাসচিব লিটন আসাদ প্রমুখ।
Leave a Reply