বিশেষ প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাব ভবনে কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী এবং রজতজয়ন্তী বুধবার উদযাপন হয়েছে।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের এমপি, বাংলাদেশ আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অসীম কুমার উকিল।,
কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকে’র সভাপতিত্বে ও সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঞা’র সঞ্চালনায় এসময় আরোও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, ইউএনও কাবেরী জালাল, পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুল হক ভূঞা, ওসি আলী হোসেন পিপিএম, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, নাট্যকার রাখাল বিশ্বাস, রিপোটার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, স্বাগত বক্তব্য রাখেন মানবজমিন পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি মো. মজিবুর রহমান প্রমুখ।,
এছাড়াও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঞা, প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply