রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন

নেত্রকোনার সীমান্তে মাদক, চোরাচালান ও মানব পাচার বন্ধে সেমিনার

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ পঠিত

বিশেষ প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান বলেন, সীমান্তের ১৫টি বিওপির সর্বমোট সাড়ে ৯২ কিলোমিটার দায়িত্বপূর্ণ সীমানা রয়েছে।,,

এর মধ্যে নেত্রকোণা জেলার সীমান্ত উপজেলা দুর্গাপুর, কলমাকান্দা এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা অন্তর্ভুক্ত। এসব এলাকায় মাদক, চোরাচালান এবং নারী, শিশু ও মানব পাচার বন্ধে বিজিবির কঠোর অবস্থানে রয়েছে। এ ছাড়াও ভবিষ্যতে নেত্রকোণাসহ অন্যান্য সীমান্তে এ ধরনের অপরাধ কঠোর হস্তে দমন করা হবে।,

২২ ফেব্রুয়ারি ব্যাটালিয়ন আয়োজিত নিজস্ব হলরুমে অনুষ্ঠিত নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রউফ। তিনি নেত্রকোনার সীমান্ত এলাকায় নারী, শিশু ও মানব পাচারের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে এ সংক্রান্ত ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করে প্রশিক্ষণার্থীদের তা নিরোধকল্পে অবহিত করা হয়।’

 

 

শেয়ার করুন:

এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি