বাংলাদেশ তাতীঁ লীগ নেত্রকোনা জেলা শাখার মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলপ্ত ঘোষণা করে ৩ বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন তাতীঁ লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: শওকত আলী, সাধারন সম্পাদক-খগেন্দ্র চন্দ্র দেবনাথ । ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি হচ্ছেন এম ডি আরিফুল ইসলাম মুরাদ চৌধুরি,সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান খান সোহাগ ।
এছাড়াও সহ-সভাপতি- আলামিন তাং,ইনছান মিয়া,তৌহিদুর আলম তাং, ডা: মোখলেছুর রহমান,কামরুজ্জান তাং ,আব্দুল লতিব শেখ, জাহাঙ্গীর আলম খান, মো:হাদিস খান, মো: আতিকুর রহমান আতিক, বীর মক্তিযোদ্ধা সিরাজুল হক,খায়রুল ইসলাম খান টিপন,হারুন অর রশিদ খান, তাহমিনা পারভীন বীথি। যুগ্ম-সম্পাদক মাসুদ আহমেদ তাং, রানা মোস্তফা, বুলবুল আহমেদ ,নারায়ণ মজুমদার। সাংগঠনিক সম্পাদক শফিক হাসান খান জনি ,মনিরুজ্জামান খান রুন্ট্রি, সুদেব ঘোষ, মো:আবু হানিফ উজ্জল।
প্রচার সম্পাদক জসিম উদ্দিন খান, অর্থ সম্পাদক-জসিম উদ্দিন আকন্দ, দপ্তর সম্পাদক-আলীমুল ইসলাম শাকিল,তথ্য ও গবেষণা সম্পাদক -মো: আব্দুল্লাহ, আইন সম্পাদক- আমিনুল ইসলাম নয়ন, সমবায় ও তাতঁ শিল্প উন্নয়ন সম্পাদক-নূরজামাল খান, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক- এনামুল হক শাওন, বন ও পরিবেশ সম্পাদক-তানিরুল আলম তন্ময়, বিজ্ঞান ও প্রযুক্ত সম্পাদক-রিয়াদ হাসান তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক-এমদাদুল হক বাঁধন,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক-রওশনারা বেগম,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক-মো:কামরুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক-পলি আক্তার ,শিক্ষা বিষয়ক সম্পাদক- আল আমীন খান,শিল্প ও বাণিজ্য সম্পাদক-আনোয়ার হোসেন মজুমদার, প্রশিক্ষণ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক- জহিরুল ইসলাম আকন্দ বাবুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-জাহাঙ্গীর আলম খান ,ধর্ম বিষয়ক সম্পাদক-তাইজুল ইসলাম মাস্টার, উপ প্রচার সম্পাদক-নাজমুল হক দিপু,উপ দপ্তর সম্পাদক-চন্দন,কৃষি বিষয়ক সম্পাদক-রফিজ উদ্দিন খান।
কার্য নির্বাহী সদস্য -মুখলেছুর রহমান,মো: রাসেল মিয়া, আশশাদ ভূইয়া,মো: সেলিম তাং, আরমান মিয়া ,রফিকুল ইসলাম, মুখলেছুর রহমান,মো: আল আমিন ,কুতুব উদ্দিন তাং, নূরজাহান বেগম,মো: সোহেল, আবুল কাশেম, এরশাদ মিয়া ,তোফায়েল আহমেদ ভূইয়া , সফর উদ্দিন আহমেদ রুমান, অজয় কুমার সরকার, সিরাজুল ইসলাম বেপারি, বিল্লাল হোসেন রুভেল, সঞ্জয় সরকার, নূর নবি, কুতুব উদ্দিন খান,বিদ্যা মিয়া, ইফতেকার আহমেদ পাবেল, সুজল আল হাসান ,জহিরুল ইসলাম,আনিছুর রহমান আনিস, আমিরুল ইসলাম চৌধুরি, আনোয়ার হোসেন, ইসা খাঁ ,রানা মিয়া ,আরাধন দত্ত । প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply