কলমাকান্দা প্রতিনিধি :” এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধণে ” এ প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দার বরুয়াকোনা সাধু ফেডারিক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার দিনব্যাপী সুবর্ণজয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ,
এ উপলক্ষে ওইদিন দুপুরে আলোচনা সভায় সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক ও প্রাক্তন ছাত্র, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক, প্রাক্তন ছাত্র মনজুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।,
এসময় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কৃষি পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ পরিকল্পনা কমিশনের সচিব একেএম ফজলুল হক, বেপজার নির্বাহী বোর্ডের সদস্য (অর্থ) নাফিসা বানু, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল খালেক । এর আগে স্বাগতিক বক্তব্য রাখেন, বরুয়াকোনা সাধু ফেডারিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ও ব্যাংকার মো. মনির আমিন ।,
এ ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক আশিক নুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) , কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য জসিম উদ্দিন আকন্দ রনি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও বরুয়াকোনা সাধু ফেডারিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত জাম্বিল প্রমুখ । আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Leave a Reply