বারহাট্টা প্রতিনিধি ঃ নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে আয়মনা আক্তার (৭০) নামের বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৩.২০ ঘটিকার সময় অভিযাত্রী ইটখলা সংলগ্ন রেললাইনে এ দূর্ঘটনা ঘটে। আয়মনা আক্তার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের সফর বাংলা গ্রামের ইছব আলীর মেয়ে।
ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেন অভিযাত্রী ইটখলা নামক স্থানে আয়মনা আক্তারকে ধাক্কা দিলে ছিটকে রেললাইনের পাশে পড়ে যান।
স্থানীয় লোকজন আহত অবস্থায় আয়মনা আক্তারকে দেখতে পেয়ে দ্রত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে তিনি মারা যান। আয়মনা আক্তার অসাবধানতা বশতঃ রেললাইন পাড়াপাড়ের কারণেই ট্রেনের ধাক্কায় এ দূর্ঘটনাটি ঘটে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ এস.এম. আলমগীর বলেন, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার ঘটনাটি শুনেছি। ময়মনসিংহ থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসলে পোষ্টমর্ডেমের বিষয়টি নিশ্চিত করা যাবে।
Leave a Reply